এম ৱেজা টুনু | সুনামগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সুনামগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের নামে অসংখ্য মামলা দেওয়া হলেও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আন্দোলনে সক্রিয় ছিল তরুণ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করার জন্য।