ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ডাক বিলির জন্য হাকিমপুর সার্কেল অফিসে যাচ্ছিলেন মিজানুর রহমান। উপজেলার ডুগডুগি বাজার এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, মিজানুর রহমানের অবসরে যাওয়ার কথা ছিল এক বছর পর। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের কলোরগাছা মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা। ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করা এই কর্মকর্তা সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
রোববার বাদ আসর জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে। ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :