মাহাবুব আলম | রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশ্ববিখ্যাত জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড সুজুকির ১৩০তম শো-রুম "ইবাদত মোটরস" এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শিবদিঘী এ.এস.এম সুপার পৌর মার্কেটে শো-রুমের উদ্বোধন ঘোষণা করেন সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এড়িয়া সেলস ম্যানেজার মোবায়ের বিন আলম, সার্ভিস ম্যানেজার মাহমুদুল হাসান মুকুল, টেরিটোরি সার্ভিস ম্যানেজার কেফায়েত হোসেন, শো-রুমের প্রোপাইটর সারোয়ার নূর লিয়নসহ সুজুকি কোম্পানির কর্মকর্তারা।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সুজুকির কর্মকর্তারা জানান, ৩ বছর বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা (ফ্রি সার্ভিস) প্রদান করা হবে। তারা আশা প্রকাশ করেন, মানসম্পন্ন বাইকের কারণে ক্রেতাদের আস্থা আরও বৃদ্ধি পাবে।
২০১৪ সালে বাংলাদেশে প্রথম সুজুকি শো-রুম উদ্বোধন হওয়ার পর ধারাবাহিকভাবে ১৩০তম শো-রুম হিসেবে রাণীশংকৈলে ইবাদত মোটরসের পথচলা শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে সুজুকির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।