
মোঃ সুলতান মারজান (হৃদয়) | রংপুর
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ।
এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, বিএনপি মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপজেলার ১৪০টি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সেনাবাহিনী প্রতিনিধি এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও সুষ্ঠু আয়োজনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।
শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে ১০০ কেজি করে চাল বরাদ্দ ঘোষণা করা হয়।