শৈলকুপায় ৪ সার ডিলারকে জরিমানা


dailymukti24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন /
শৈলকুপায় ৪ সার ডিলারকে জরিমানা

জাহিদুল হক বাবু | ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি সার ও বীজ ডিলারকে জরিমানা করা হয়েছে। রেজিস্টার আপডেট না থাকা, ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রি না করা এবং অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে মঙ্গলবার এ অভিযান চালানো হয়।

হাকিমপুর ইউনিয়নের বিসিআইসির সার ডিলার নোমান মোল্লার মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে রেজিস্টার আপডেট না রাখা ও অতিরিক্ত দামে সার বিক্রির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সাধুহাটি বাজারের মেসার্স হামজা ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও রেজিস্টার না রাখার কারণে ৪০ ধারা মোতাবেক ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের ফাতেহা ভ্যারাইটিজ স্টোরকে লাইসেন্স ও ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

থানা রোডের মা বীজ ভাণ্ডারকে বেশি দামে বীজ বিক্রি, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা এবং মেমো প্রদানে ব্যর্থতার অভিযোগে ৩৭ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা। সহকারী পরিচালক নিশাত মেহের জানান, ভোক্তার অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।