মোঃ নুর হোসেন | কমলনগর
লক্ষ্মীপুরের কমলনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আরিফ (২০) নামে এক যুবক হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি তোরাবগঞ্জ গ্রামের আনোয়ার উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের উদয় উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্থানীয় বখাটে ইউনুস (২১) উত্যক্ত করে আসছিল। এ নিয়ে ছাত্রীটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। নিয়মিত এ ঘটনা স্থানীয়দের চোখে পড়লেও মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে বাধা দেন আরিফ।
এতে ক্ষুব্ধ হয়ে ইউনুস ও তার ভাই রাকিব ফাজিল ব্যাপারীর হাট এলাকায় আরিফের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে তার মাথায় মারাত্মক জখম হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
অভিযুক্ত ইউনুসের বাবা জামার বলেন, “ঘটনা সত্য, আমি নিজেই আহত আরিফকে হাসপাতালে পাঠিয়েছি।” তবে ইউনুসকে আর খুঁজে পাওয়া যায়নি।
কমলনগর থানার ওসি তৌহিদুর রহমান জানান, “ঘটনার বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”