ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার রাণীগঞ্জ বাজারের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি স্থানে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ঘোড়াঘাট উপজেলার আমির মো. মোফাখখায়ের ইসলাম মোল্লা, জেলা কর্ম-পরিষদের সদস্য মো. আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে নেতারা চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দলের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার আহ্বান জানান। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা সরব হয়ে ওঠে।