সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ নিহত

এম ৱেজা টুনু | সুনামগঞ্জ

সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিএনজি চালক হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ (৩৫), বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের আঁখি রানী চৌধুরী (৩৬) এবং তার মেয়ে প্রথমা চৌধুরী (১৪)। বর্তমানে তারা সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ও নবীনগর এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, সকালে সিএনজি নিয়ে তারা সুনামগঞ্জ শহর থেকে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সজল ঘোষ ও আঁখি রানী চৌধুরী। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন চৌধুরী বলেন, “ট্রাক-সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক জনপ্রিয়

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ নিহত

আপডেট সময় 07:22:59 pm, Friday, 26 September 2025

এম ৱেজা টুনু | সুনামগঞ্জ

সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিএনজি চালক হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ (৩৫), বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের আঁখি রানী চৌধুরী (৩৬) এবং তার মেয়ে প্রথমা চৌধুরী (১৪)। বর্তমানে তারা সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ও নবীনগর এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, সকালে সিএনজি নিয়ে তারা সুনামগঞ্জ শহর থেকে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সজল ঘোষ ও আঁখি রানী চৌধুরী। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন চৌধুরী বলেন, “ট্রাক-সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।”