শেখ খায়রুল ইসলাম | পাইকগাছা, খুলনা
খুলনার পাইকগাছায় শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেকের পরিচালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আসর নামাজ শেষে পাইকগাছা থানা মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের দক্ষিণ জেলা সভাপতি আবুজার গিফারীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য। তাদের অভিযোগ, দেশের কিছু রাজনৈতিক দল এ বিষয়ে সঠিক জ্ঞান রাখে না এবং রাজনৈতিকভাবে অপরিপক্ব। তারা দাবি করেন, ভোটের অনুপাতে সংসদীয় আসন বণ্টনই প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করবে। সমাবেশে জামায়াত তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানায়।