পারভেজ হাসান, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ের কার্য্য সহকারী রোস্তম আলী একই কর্মস্থলে দেড়যুগেরও বেশি সময় ধরে বহাল রয়েছেন। অভিযোগ উঠেছে, অদৃশ্য শক্তির প্রভাবে তিনি দীর্ঘদিন পদে বহাল থেকে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।
অভিযোগ রয়েছে, সরকারি রাস্তার কাজে দায়িত্বে থাকা অবস্থায় নিজেই বালু ও মাটির ঠিকাদার হয়ে যান রোস্তম আলী। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা, কাজের ঠিকাদারের কাছ থেকে কমিশন খাওয়া, দায়িত্বে ফাঁকি দিয়ে ঠিকাদারের সাথে আড্ডায় সময় কাটানোসহ নানা অপকর্মে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
গত ৭ মাস আগে ভোমরাদহ ইউনিয়নের কাঁচন সড়ক নির্মাণের কাজ তার তত্ত্বাবধানে হলেও কমিশন নেওয়ার কারণে নিম্নমানের কাজ করা হয়। এক সপ্তাহের মাথায় রাস্তার কার্পেটিং হাত দিয়ে উঠতে শুরু করে। এলাকাবাসী অভিযোগ করলেও এখনও কোন প্রতিকার মেলেনি।
সূত্র বলছে, দীর্ঘদিন একই উপজেলায় অবস্থান করায় ঠিকাদার, সাব-কন্ট্রাক্টর ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন তিনি। শ্বশুরবাড়ি একই উপজেলায় হওয়ায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে রোস্তম আলী এলজিইডি অফিসকে একপ্রকার জিম্মি করে রেখেছেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, একাধিকবার অনিয়মের তথ্য প্রকাশ পেলেও অদৃশ্য শক্তির কারণে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা মনে করেন, দ্রুত বদলি করলে এলজিইডি অফিস দুর্নীতিমুক্ত হতে পারে।
এই বিষয়ে জানতে চাইলে রোস্তম আলী কোনো বক্তব্য দিতে রাজি হননি এবং বিষয়টি এড়িয়ে যান।