শার্শায় সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন


dailymukti24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন /
শার্শায় সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন

জাকির হোসেন, শার্শা (যশোর)

যশোরের শার্শায় ষড়যন্ত্রের শিকার দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ প্রত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উলাশী গিলাপোল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতাধিক নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মনিরুল ইসলামের বিরুদ্ধে একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দেওয়া হয়েছে যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্ত করে তার মুক্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর উলাশী ইউনিয়নের গিলাপোল এলাকার এক নারী তার ছেলের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ এনে শার্শা থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সেটিকে মামলায় রূপান্তর করে তদন্ত ছাড়াই সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে আটক করে জেল হাজতে পাঠায়।