কমলনগরে নিকাহ রেজিস্ট্রারের কোটি টাকার দুর্নীতি


dailymukti24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন /
কমলনগরে নিকাহ রেজিস্ট্রারের কোটি টাকার দুর্নীতি

মোঃ নুর হোসেন | কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের কমলনগরে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে একযুগ ধরে চার হাজারেরও বেশি বিয়ে ও সহস্রাধিক তালাকনামা রেজিস্ট্রি করেছেন নিকাহ রেজিস্ট্রার আবদুর রহমান। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ায় তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছেন।

জানা গেছে, ২০১৩ সালের ১০ নভেম্বর তথ্য গোপন করে চর কাদিরা ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান আবদুর রহমান। কিন্তু নিকাহ রেজিস্ট্রার নিয়োগ বিধিমালা অনুযায়ী তাঁকে স্থানীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও তিনি হাজির হাট ইউনিয়নের বাসিন্দা হয়েও মিথ্যা তথ্য দিয়ে নিয়োগ নেন। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয়রা লিখিত অভিযোগ করলেও, তিনি নানা কৌশলে দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২০১৪ সালের ১৮ মে হাইকোর্ট তাঁর নিয়োগের উপর স্থগিতাদেশ দিলেও আবদুর রহমান গোপনে রেজিস্ট্রি চালিয়ে যান। অভিযোগ রয়েছে, ১২ বছরে তিনি প্রায় ৩৬টি বালাম বই ব্যবহার করে ৩৬০০ বিয়ে ও প্রায় ১ হাজার তালাক রেজিস্ট্রি করেছেন। সম্প্রতি হাজির হাট ইউনিয়নে অতিরিক্ত দায়িত্বও নেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত আবদুর রহমান দাবি করেন, তিনি স্থগিতাদেশ সম্পর্কে অবগত ছিলেন না। তবে জেলা রেজিস্ট্রার সালাহ উদ্দিন বলেন, “স্থগিতাদেশ গোপন করে রেজিস্ট্রি করার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”