মোঃ আলাউদ্দীন | কালিগঞ্জ, সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কৃষ্ণনগর কিষাণ মজদূর ইউনাইটেড একাডেমি হাইস্কুল কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ৪৫৯ ভোটারের মধ্যে ৪৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ছোট্রু–আফজাল পরিষদ নিরঙ্কুশভাবে বিজয় লাভ করে। সভাপতি পদে আল মাহমুদ ছোট্রু ২৪১ ভোট, সাধারণ সম্পাদক পদে জি এম আফজাল হোসেন ২৪০ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হাসান ২২০ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী আজিজ–আজিবার পরিষদের সভাপতি পদপ্রার্থী আব্দুল আজিজ গাইন ১৯২ ভোট, সাধারণ সম্পাদক পদে আজিবার কাগুজী ১৬২ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মহিউদ্দিন মোড়ল ১৯৬ ভোট পান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক সভাপতি পদে ৫ ভোট এবং সহিদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ১৭ ভোট পান।
নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীর জাতীয় নির্বাচনে বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি ইউনিয়নের জনগণের সুখে–দুঃখে পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
আপনার মতামত লিখুন :