মোঃ নাঈম মিয়া | ভৈরব (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে তোফাজ্জল হোসেন আনন্দ হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক, মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এজাহার সূত্রে জানা যায়, নিহত তোফাজ্জল হোসেন আনন্দ (১৬) গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে স্থানীয় ব্যাপারী বাড়ির লোকজনের সংঘর্ষে জড়িয়ে পড়েন। সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন মিজান টাওয়ারের গলিতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে। পরদিন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বাবা মোহাম্মদ আবু তাহের বাদী হয়ে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড)। এরপর র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে।
২৭ সেপ্টেম্বর বিকেলে ভৈরবপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি মো. শোভন (৩৩) কে গ্রেফতার করে র্যাব। একই রাতে নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজন—ভূবন (২৭) ও মেহেদী হাসান জিদান (২৩)—কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :