ঘোড়াঘাটে পুকুর দখল নিয়ে সংঘর্ষে আহত ৪


dailymukti24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন /
 ঘোড়াঘাটে পুকুর দখল নিয়ে সংঘর্ষে আহত ৪

ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ২নং পালশা ইউনিয়নের ইছলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাসুদ আলম জানান, তার মালিকানাধীন ১.৪৫ একর জমির ওপর একটি পুকুর রয়েছে, যেখানে তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। পূর্ব শত্রুতার জেরে কয়েকজন স্থানীয় লোকজন পুকুর দখলের চেষ্টা চালায়। ওইদিন দুপুরে বাদশা মিয়ার দুই ছেলে আজিম উদ্দিন (৩০), আজিজ মিয়া (২৭), আব্দুস সাত্তারের দুই ছেলে হিটু মিয়া (৩০), আব্দুস সালাম (২৬), মৃত সোবাহানের ছেলে সাফিরুল ইসলাম (৪৫), কোরাজ আলী (৬০), আব্দুস সাত্তারের স্ত্রী মজিরন বেগম (৫০), জোহরা বেগমসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুকুরে প্রবেশ করে বেড় জাল নামিয়ে মাছ ধরতে থাকে।

এসময় বাধা দিতে গেলে মাসুদ আলমকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তার চিৎকারে এগিয়ে আসা জেঠাতো ভাই কামরুজ্জামানকেও পিটিয়ে আহত করা হয়। ভাতিজারা—রাকিবুজ্জামান রিপন ও নাহিদুল ইসলাম রিয়াজ এগিয়ে এলে তারাও হামলার শিকার হন।

স্থানীয়রা জানান, সংঘর্ষের একপর্যায়ে হামলাকারীরা প্রায় ৫ মণ মাছ (মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা) ভ্যানে তুলে নিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ভুক্তভোগী পরিবারকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”