মুক্তি অনলাইন ডেস্ক- লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযানে কালীগঞ্জের মকবুল সহ আন্তজেলা মোটর সাইকেল চোরচক্রের ৮ সদস্য ও ৬ টি চোরাই গাড়ি উদ্ধার করেছে লালমনিরহাট ডিবি পিলিশ।
জানাগেছে, জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৭/০৯/২০২৫ খ্রিঃ তারিখ ও আজ ভোর রাতে লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আটজন আসামী কে আটক করে এবং তাদের নিকট হতে ৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন।
আটককৃত আসামীরা হলেন- ০১। মোঃ মকবুল হোসেন (৩৪), পিতা-মৃত শামসুল হক, মাতা-মৃত মরজিনা বেগম, সাং-কাশিরাম ০১ নং ওয়ার্ড, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট, ০২। মোঃ মিলন মিয়া (৩০), পিতা-মোঃ জুলহাস, মাতা-মজিদা বেগম, সাং-চর বাগডোহড়া, থানা-গংগাচড়া, জেলা-রংপুর, ০৩। মোঃ রাকিব হোসেন (২৩), পিতা-মোঃ মোদাচ্ছেল আলী, মাতা-মোছাঃ রোকেয়া বেগম, ০৪। মোঃ সোহেল রানা সাবু (২৪), পিতা-মোঃ কেতাব আলী, মাতা-মোছাঃ শিল্পি বেগম, ০৫। মোঃ মাসুদ রানা (২২), পিতা-মোঃ মকবুল হোসেন, মাতা-মোছাঃ ময়না বেগম, ০৬। মোঃ আল-আমিন (২২), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, মাতা-মোছাঃ পারভীন বেগম, সর্বসাং- দক্ষিন ধুবনী, ০৭। মোঃ জাহিদ ইসলাম (১৮), পিতা-মোঃ আব্দুল খতিব, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-বাড়াইপাড়া, ০৮। মোঃ রহমতুল্লাহ (১৮), পিতা-মোঃ আলতাফ হোসেন, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-দক্ষিন বাড়াইপাড়া, সর্বথানা-হাতিবান্ধা, জেলা- লালমনিরহার।
জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাজারস্থ তেতুলতলা নামক স্থানে মোঃ মকবুল হোসেন? মকবুল মেকার তার দোকানে চোরাই মোটরসাইকেল রেখে অভ্যাসগত ভাবে কেনা-বেচা করছেন। উক্ত তথ্যের সত্যতা যাচাই করতে বাদীর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত 27/09/202৫ ইং তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাজারস্থ তেতুলতলা নামক স্থানে ধৃত আসামী মোঃ মকবুল হোসেন মকবুল মেকার এর দোকানে অভিযান পরিচালনা করে ক্রয় বিক্রয়ের সহিত জড়িত মোঃ মিলন মিয়া ও মোঃ মকবুল হোসেন দ্বয়কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ০১টি Discover 125CC লাল-কালো রংয়ের নম্বরপ্লেট বিহীন মোটরসাইকেল জব্দ করেন। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিবান্ধা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে আরোও ছয়জনকে গ্রেফতার করে তাদের নিকট হতে ০৫টি চোরাই মোটরসাইকেল যথাক্রমে Appache 4B 150CC সাদা-নীল রংয়ের ০১ টি, Appache RTR 150CC নীল রংয়ের ০১ টি, Discover 125CC লাল-কালো রংয়ের ০১ টি, Discover 110CC লাল-কালো রংয়ের ০১ টি, Discover 100CC নীল-কালো রংয়ের ০১ টি, উক্ত অভিযানে সর্বমোট ০৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। এ সংশিষ্ট অন্যান্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম।