নড়াইল জেলা প্রতিনিধি
বিদেশে চাকরির আশায় প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেও প্রতারণার শিকার হয়েছেন নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামের জাফর শেখ। ছেলে শিমুলকে সৌদি আরব পাঠাতে ঘেরের জমি বন্ধক রাখা, মোটরসাইকেল বিক্রি এবং সুদে টাকা ধার নেন তিনি। কিন্তু প্রতিশ্রুত চাকরি না পেয়ে শিমুল এখন পুলিশের ভয়ে মরুভূমিতে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পরিবারটির।
ভুক্তভোগী পরিবার জানায়, প্রবাস ফেরত প্রতিবেশী খাইরুল ইসলাম ও শরিফুল ইসলামের হাতে সরকারি স্ট্যাম্পে লিখিত চুক্তির ভিত্তিতে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কোম্পানিতে আকামা ও মাসিক ১ হাজার ৮০০ রিয়াল বেতনে চাকরি দেওয়ার কথা থাকলেও কোনো চাকরি মেলেনি। গ্রাম্য শালিসও ব্যর্থ হওয়ার পর শিমুলের মা পারভীন বেগম বাদী হয়ে নড়াইল মানবপাচার প্রতিরোধ ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন এবং আগামী ২২ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এদিকে মামলা করার পর থেকে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে পরিবার। তবে অভিযুক্ত শরিফুল দাবি করেন, শিমুলকে কাজ দেওয়া হয়েছিল, সে নিজেই পালিয়ে গেছে।
তদন্ত কর্মকর্তা এএসআই মহিদুল ইসলাম বলেন, তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে।