

প্রতিবেদক, ঢাকা
খাগড়াছড়িতে মর্মা সম্প্রদায়ের এক স্কুলছাত্রী ধর্ষণের মর্মান্তিক ঘটনায় গভীর ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক যৌথ বিবৃতিতে বলেন, এ ঘটনা মানবিক মর্যাদা ও সামাজিক নিরাপত্তার চরম লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়, ধর্ষণকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসাথে ঘটনাপ্রবাহে প্রশাসনের ব্যর্থতা ও উদাসীনতার কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে সহিংসতা, অগ্নিসংযোগ ও ক্ষয়ক্ষতি হয়েছে, যা গুরুতর উদ্বেগজনক। এ ব্যর্থতার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় জাসদ।
তারা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য দেশবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট জবাব দিতে হবে।
জাসদ মনে করে, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। পাহাড়ি অঞ্চলে ধারাবাহিক যৌন সহিংসতা কেবল ভুক্তভোগী নয়, গোটা জাতির জন্য লজ্জাজনক। দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ মহলকে আহ্বান জানিয়েছে দলটি।
আপনার মতামত লিখুন :