ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
অসত্য তথ্য দিয়ে পীরগঞ্জ পৌরসভায় চাকরি করেন এসেসর তোজামুল হক, মন্ত্রণালয়ে অভিযোগ।

অসত্য তথ্য দিয়ে পীরগঞ্জ পৌরসভায় চাকরি করেন এসেসর তোজামুল হক, মন্ত্রণালয়ে অভিযোগ।

মো: পারভেজ হাসান| দৈনিক মুক্তি ঠাকুরগাঁও-

অসত্য তথ্য দিয়ে চাকরিতে প্রবেশের অভিযোগ এসেসর পদে নিয়োজিত মো : তোজামুল হকের বিরুদ্ধে । তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রথম শ্রেণীর পৌরসভা কার্যালয়ে কর্মরত রয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর অভিযোগ সহ স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন পত্রের তথ্যে জানা যায় পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার তাজিম উদ্দীনের পুত্র তোজামুল হক, তার পিতা তাজিম উদ্দীন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করায় পাক হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেন। অথচ জাতীয় পরিচয় পত্রে তোজামুল হকের জন্ম ১৯৭৪ সালে । এর ফলে রহস্যময় তথ্য ঘুরপাক খাচ্ছে পিতার মৃত্যু একাত্তরে পুত্রের জন্ম চুয়াত্তরে । এ বিষয়ে জানতে চাইলে এসেসর পদে কর্মরত মো: তোজামুল হক জানান তার পিতা তাজিমুদ্দিন ১৯৭১ সালে নিখোঁজ হন। পরে পিতার কোন খোজ পাননি। তোজামুল হক বলেন তার জন্ম ১৯৭৪ সালে। তিনি অন্যত্র এলাকায় বড় হয়েছেন । আর ১৯৯৮ ইং সালে পীরগন্জ পৌরসভায় এসেসর পদে চাকুরিতে যোগদান করেন। বলেন তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল এটা সঠিক। অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত হয়েছে। তদন্তের মুল সত্যতা নিশ্চিত করে জানাননি। তবে প্রতিবেদন মন্ত্রণালয় জমা রয়েছে । তিনি তথ্য আড়াল করে এড়িয়ে যান । তোজামুল হকের রহস্যের ঘটনা পৌরসভার স্টাফ সহ অনেকেই অবগত রয়েছেন। এদিকে আরও তথ্য উপাত্ত উদঘাটনে চলছে অনুসন্ধান ।।

ট্যাক

অসত্য তথ্য দিয়ে পীরগঞ্জ পৌরসভায় চাকরি করেন এসেসর তোজামুল হক, মন্ত্রণালয়ে অভিযোগ।

আপডেট সময় ০৫:৫২:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

মো: পারভেজ হাসান| দৈনিক মুক্তি ঠাকুরগাঁও-

অসত্য তথ্য দিয়ে চাকরিতে প্রবেশের অভিযোগ এসেসর পদে নিয়োজিত মো : তোজামুল হকের বিরুদ্ধে । তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রথম শ্রেণীর পৌরসভা কার্যালয়ে কর্মরত রয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর অভিযোগ সহ স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন পত্রের তথ্যে জানা যায় পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার তাজিম উদ্দীনের পুত্র তোজামুল হক, তার পিতা তাজিম উদ্দীন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করায় পাক হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেন। অথচ জাতীয় পরিচয় পত্রে তোজামুল হকের জন্ম ১৯৭৪ সালে । এর ফলে রহস্যময় তথ্য ঘুরপাক খাচ্ছে পিতার মৃত্যু একাত্তরে পুত্রের জন্ম চুয়াত্তরে । এ বিষয়ে জানতে চাইলে এসেসর পদে কর্মরত মো: তোজামুল হক জানান তার পিতা তাজিমুদ্দিন ১৯৭১ সালে নিখোঁজ হন। পরে পিতার কোন খোজ পাননি। তোজামুল হক বলেন তার জন্ম ১৯৭৪ সালে। তিনি অন্যত্র এলাকায় বড় হয়েছেন । আর ১৯৯৮ ইং সালে পীরগন্জ পৌরসভায় এসেসর পদে চাকুরিতে যোগদান করেন। বলেন তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল এটা সঠিক। অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত হয়েছে। তদন্তের মুল সত্যতা নিশ্চিত করে জানাননি। তবে প্রতিবেদন মন্ত্রণালয় জমা রয়েছে । তিনি তথ্য আড়াল করে এড়িয়ে যান । তোজামুল হকের রহস্যের ঘটনা পৌরসভার স্টাফ সহ অনেকেই অবগত রয়েছেন। এদিকে আরও তথ্য উপাত্ত উদঘাটনে চলছে অনুসন্ধান ।।