
তৌফিক জামান | লালমনিরহাট-
লালমনিরহাটের কালীগঞ্জে দুস্থ, হতদরিদ্র ও অধিকারবঞ্চিত নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে প্রথম ধাপে ১২ জন নারীর মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়েছে।
গত বুধবার (১৫ অক্টোবর) প্রগতি তুষভান্ডার ফেডারেশন হলরুমে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও প্রগতি তুষভান্ডার ফেডারেশনের বাস্তবায়নে দরিদ্র নারীরা এখন থেকে নিরাপদ পানি ব্যবহারের সুযোগ পাবেন। ফলে তাদের দৈনন্দিন ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপসহকারী প্রকৌশলী রাফি উদ্দিন, লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সুকান্ত সরকার, প্রকল্প সমন্বয়কারী মতিয়ার রহমান (আরডিআরএস বাংলাদেশ, রংপুর), তুষভান্ডার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার এবং প্রগতি তুষভান্ডার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাইল হোসেন।
তাঁরা যৌথভাবে নলকূপ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।