
কালীগঞ্জ, লালমনিরহাট–
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বৈরাতি গ্রামে পৈত্রিক সম্পত্তি দখল ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে মাওলানা সামসুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আলম মিয়া (৪০) কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর আলম মিয়া তার পৈত্রিক জমিতে বসবাসরত অবস্থায় প্রতিপক্ষ সামসুল হক ও তার লোকজন হঠাৎ এসে বাড়িঘর ভাঙচুর করে দখলের চেষ্টা চালায়। এতে ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় আলম ময়া বলেন, আমি আমার বাবার জমিতে বসতবাড়ি করে বসবাস করে আসছি। তারা হঠাৎ আমার ঘরবাড়ি দখলের চেষ্টা করেন ও ভাংচুর চালান।
কালগিঞ্জ থানার ওসি জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।