
কালীগঞ্জ, লালমনিরহাট
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পুলিশের অভিযানে ১২৮ বোতল ইস্কাপসহ মাদক ব্যবসায়ী খবির ও তার স্ত্রী কে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ৪৫ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. মোস্তাকিম সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে মৃত আজিজার রহমানের পুত্র মাদক সম্রাট খবির হোসেন কে তার নিজ বাড়ি হতে আটক করেন।
অভিযানে আরও দুইজনকে আটক করা হয়েছে এরা হলেন খবিরের স্ত্রী সুমাইয়া আক্তার সুমি (৩০) ও তার সহযোগী পলাশ মিয়া (২৭), পিতা মজু মিয়া, খামারভাতি, কালীগঞ্জ—পলাতক রয়েছেন। ঘটনার পর কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং-২৭, তারিখ ১৯ অক্টোবর ২০২৫, জি.আর. নং-৩৯৩। মামলাটির তদন্তকারী অফিসার হিসানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) স্বপন পাল কে দায়িত্ব দেয়া হয়েছে।
স্থানীয়দের মতে, কালীগঞ্জ থানায় নবাগত ওসি জাকির হোসেন যোগূানের মধ্যদিয়ে মাদক বিরোধী অভিযান কে জোরদার করার মধ্যদিয়ে এ সকল মাদক ব্যবসায়ীরা আটক হচ্ছে। তারা মাদক বিরোধী এই অভিযানকে স্বাগত জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানান, মাদক নির্মূলে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।