ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ঘোড়াঘাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক

ঘোড়াঘাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক

ফাহিম হোসেন রিজু ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট, পালশা, বুলাকীপুর ও সিংড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রকাশ্যে চলছে মাদক বিক্রির রমরমা ব্যবসা। হাট-বাজার, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশেও মাদক বিক্রি হচ্ছে দিব্যি। প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় মাদক ব্যবসায়ীরা এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কশিগাড়ী গ্রাম, রানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, এই চক্রের মাধ্যমে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক নিয়মিত হাতবদল হচ্ছে। রাত নামলেই মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যানযোগে এসব মাদক ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রাম ও বাজারগুলোতে।
এলাকাবাসীর ভাষ্য, এ চক্রে একই পরিবারের একাধিক সদস্য একসঙ্গে কাজ করছে, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানও অনেক সময় ব্যর্থ হয়। স্থানীয়দের অভিযোগ, অভিযানের খবর আগেভাগেই ফাঁস হয়ে যায়, ফলে আসল হোতারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এখানকার সবাই জানে কারা কারা এই ব্যবসা করে । আর এখানে কেউ মুখ খুলতে সাহস পায় না কারণ মুখ খুললেই তারা আমাদের কে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে।”
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয়েছে। যারা এখনো সক্রিয় আছে, তাদেরও চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
সচেতন মহল মনে করে, শুধু অভিযান নয় মাদক ব্যবসা রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও স্থানীয় রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি।
ট্যাক

ঘোড়াঘাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক

আপডেট সময় ১০:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
ফাহিম হোসেন রিজু ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট, পালশা, বুলাকীপুর ও সিংড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রকাশ্যে চলছে মাদক বিক্রির রমরমা ব্যবসা। হাট-বাজার, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশেও মাদক বিক্রি হচ্ছে দিব্যি। প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় মাদক ব্যবসায়ীরা এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কশিগাড়ী গ্রাম, রানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, এই চক্রের মাধ্যমে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক নিয়মিত হাতবদল হচ্ছে। রাত নামলেই মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যানযোগে এসব মাদক ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রাম ও বাজারগুলোতে।
এলাকাবাসীর ভাষ্য, এ চক্রে একই পরিবারের একাধিক সদস্য একসঙ্গে কাজ করছে, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানও অনেক সময় ব্যর্থ হয়। স্থানীয়দের অভিযোগ, অভিযানের খবর আগেভাগেই ফাঁস হয়ে যায়, ফলে আসল হোতারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এখানকার সবাই জানে কারা কারা এই ব্যবসা করে । আর এখানে কেউ মুখ খুলতে সাহস পায় না কারণ মুখ খুললেই তারা আমাদের কে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে।”
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয়েছে। যারা এখনো সক্রিয় আছে, তাদেরও চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
সচেতন মহল মনে করে, শুধু অভিযান নয় মাদক ব্যবসা রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও স্থানীয় রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি।