
সৈয়দ মাহামুদ শাওন | রাজশাহী
রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের শুকদেবপুর ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে। সমাবেশে কৃষকদের বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকার দমন, ফসলী জমিতে জৈব সার ব্যবহারের গুরুত্ব এবং আলুর জমিতে মাটি পরীক্ষা করে সার প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন। প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ চন্দ্র, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা একিন আলী ও মাইনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং টেকসই কৃষি উৎপাদন সম্ভব হয়। পাশাপাশি ক্ষতিকর পোকার দমনে সঠিক পদ্ধতি অনুসরণে কৃষকরা অধিক ফলন পেতে পারেন। সমাবেশে অংশগ্রহণকারী স্থানীয় কৃষকরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে ধারণা লাভ করেন।