
আশরাফুল ইসলাম (মারুফ), বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমদ্দারকে অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।রোববার (১৯ অক্টোবর) বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, বিদ্যালয়ের দৈনিক ক্যাশ বই ও ব্যাংক হিসাব পর্যালোচনায় এক কোটি ত্রিশ লাখ টাকা লোপাটের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, নিয়ম বহির্ভূতভাবে তিন লাখ ত্রিশ হাজার টাকা উত্তোলনের অভিযোগও প্রমাণিত হয়েছে।
এই অনিয়মের নিরপেক্ষ তদন্তের স্বার্থে প্রধান শিক্ষককে ১৯ অক্টোবর থেকে দুই মাসের জন্য বরখাস্ত করা হয়েছে, যা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে। বরখাস্তকালীন সময়ে তিনি কোনো প্রশাসনিক বা আর্থিক দায়িত্ব পালন করতে পারবেন না।
এর আগে সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে ও রূপসদী উত্তর বাজারে এলাকাবাসী ও শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা “দুর্নীতিবাজ শিক্ষক চায় না জনগণ” ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানান।
ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল হক বলেন, “২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ক্যাশ-খাতা যাচাই করে দেখা গেছে, প্রধান শিক্ষক কোটি টাকারও বেশি অর্থ আত্মসাত করেছেন। ব্যাংক হিসাব গোপন করতে ডুপ্লিকেট ক্যাশ বই ব্যবহার করেছেন তিনি।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, “অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে। প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”অন্যদিকে, এক সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক নূর মোহাম্মদ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

প্রতিবেদকের নাম 













