
মোঃ ফোরকান ভূঁইয়া | ডিপিআই প্রতিনিধি | ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে পবিত্র কুরআনুল কারীম অবমাননার প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে ❝কুরআনী মজলিস ও বিক্ষোভ মিছিল❞। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননার ঘটনায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দাওয়াহ কমিউনিটি।
আজ শহীদ মেধা চত্বরে আয়োজিত কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও মশক্ব করা হয়। পরবর্তীতে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মাহ্দী হাফিযাহুল্লাহ।
বক্তব্য রাখেন দাওয়াহ কমিউনিটির দায়িত্বশীল মুহাম্মাদ সিয়ামও। তারা কুরআন অবমাননার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
কর্মসূচির শেষ অংশে ক্যাম্পাসজুড়ে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রের কাছে ছয় দফা দাবি পেশ করা হয়। পরে সম্মিলিত দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
দাওয়াহ কমিউনিটি জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ড কখনোই বরদাশত করা হবে না এবং ভবিষ্যতেও এমন ঘটনার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে তারা।