
মো. রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে চাঞ্চল্যকর দাদি হত্যাকাণ্ডের মূল আসামি নাতি অনিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৯ অক্টোবর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত অনিক নিহত আকলিমা বেগমের নাতি এবং আকলিমা বেগমের ছেলে জালাল মিয়ার সন্তান। গত শনিবার রাতে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেদমতপুর ঘেরাতল এলাকায় নিজ বাড়িতে আকলিমা বেগম (৬০)-এর গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বামী মো. হাকিম মিয়া জানান, রাতে ঘরে ফিরে তিনি মেঝেতে স্ত্রীর গলা কাটা লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম বলেন, “আমরা হত্যার রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ চেষ্টা করছি। গ্রেফতারকৃত অনিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”