
মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি;
রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেদমতপুরের ঘেরাতল এলাকায় আকলিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার স্থানীয়রা বৃদ্ধার নিজের ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নিহত আকলিমা বেগম রামনাথপুর ইউনিয়নের ঘেগারতল এলাকার মোঃ হাকিম মিয়ারের স্ত্রী। এলাকাবাসী জানান, তারা প্রথমে ঘরের মেঝেতে রক্তমাখা লাশ দেখতে পান এবং চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এসে মরদেহটি নিশ্চিত করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। নিহত বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখছে এবং তদন্ত চলছে।