
পারভেজ হাসান ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন মঙ্গলবার স্থগিত হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু ও ৫ শিক্ষক মিলে নির্বাচনী কার্যক্রমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, পক্ষপাতিত্ব করা, নির্বাচনী তফসীল অভিভাবকদের কাছে প্রচার প্রচারণা না করা, অভিভাবকদের কে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ না দেওয়া এবং নিজেদের পছন্দের অভিভাবককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার নীল নক্ষশা করার তথ্য ফাঁস হয়েছে। ৭ জন অভিভাবক সদস্য প্রার্থীর মধ্যে ৫ জন সহ মোট ৩৪ জন অভিভাবক অভিযোগ করেন। মঙ্গলবার পাইলট স্কুল সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসা পীরগঞ্জ সহ বিভিন্ন সরকারি দপ্তরে ৩৪ জন অভিযোগ কারী লিখিত অভিযোগ করেন। ফলে ইউএনও মহোদয় নির্বাচন স্থগিত করেন।
আগামী ২৭ অক্টোবর ২০২৫ ইং তারিখে পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের নির্বাচন হওয়ার তারিখ ধার্য করা হয়েছিল।