কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জে পপুলার লাইফ ইন্সুরেন্স এর বীমা অফিসের আড়ালে প্রতারণার অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন কান্চন নামের একজনের বিরুদ্ধে। ইসমাইল হোসেন কান্চন ইপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার বাসিন্দা।
জানা গেছে, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকার এক নারীকে বীমার প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ওই ইসমাইল। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে ওই নারীর কাছ থেকে হাতিয়ে নেন প্রায় তিন লাখ টাকা।
ভুক্তভোগী নারীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রথমে নিজেকে একটি স্বনামধন্য বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তিনি নানা প্রলোভন ও ভবিষ্যতে আর্থিক নিরাপত্তার আশ্বাস দিয়ে তার কাছ থেকে কিস্তির নামে টাকা আদায় করেন। পরে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে সুযোগ নিয়ে আরও অর্থ হাতিয়ে নেন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারী ঘটনার একপর্যায়ে তুষভান্ডার বাজারে তাকে আটক করে, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের নিয়ে নেন। সেখানে স্থানীয় লোকজন সহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য গন বিষয়টি সুরাহার চেস্টা করেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এ ধরনের কৌশলে বিভিন্ন স্থানে প্রতারণা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন। তবে এ ঘটনার মাসখানেক পূর্বেও নারী সংক্রান্ত বিষয়ে আটক হয়েছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় যুবদল নেতা বিষয়টি জানান।
তবে এ ঘটনায় থানায় কোন লিখিতভাবে অভিযোগ দায়ের করেননি ভুক্তভোগী নারী। তবে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।