
রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কমিটি গঠন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৫ অক্টোবর ) সন্ধ্যায় কাতিহার বাজার চত্বরে উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ও ঠাকুরগাঁও -৩ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি উপজেলা গনঅধিকার পরিষদ সভাপতি সোহরাব হোসেন, সম্পাদক জাফর আলী,পীরগঞ্জ উপজেলা গনঅধিকার পরিষদ সভাপতি আবু বাসার বাবুল,সম্পাদক আলমগীর কবির প্রমুখ। এছাড়াও দলের পদে থাকা নেতাকর্মী বৃন্দ স্থানীয় ব্যাক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বাচোর ইউনিয়নের সভাপতি সুলতান আলী, সম্পাদক মুক্তারুল ইসলাম, ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী-সমর্থকরা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।