
আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বানে ফরিদপুরের সালথায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ভাওয়াল ইউনিয়ন জাকের পার্টি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে কামদিয়া মাদ্রাসা ময়দানে এই জনসভা হয়। এর আগে একটি র্যালি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাওয়াল ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. লাল মিয়া। প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের সভাপতি মো. শামসুল আলম (সিরাজ মুন্সি) এবং বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সাংগঠনিক-২ এর সভাপতি ডা. ফজলুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সিকদার, নগরকান্দা উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সবুর, যুব উলামা ফ্রন্টের সভাপতি মওলানা ফারুক হোসেন ফারুকি, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি ডা. মো. নিজামুল হক শিশির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্র ফ্রন্টের যুগ্ম সম্পাদক রবিন ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জাকের পার্টির বিকল্প নেই। তারা গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে দেশকে শান্তির পথে রাখার আহ্বান জানান।

প্রতিবেদকের নাম 










