ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দিরে গিয়ে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদান প্রদান করেন। এসময় তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হাকিম দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন স্বপন, স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মো. রুহুল মিয়া এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :