ধামইরহাটে ইউএনওর বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন / ০ Views
ধামইরহাটে ইউএনওর বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ

মোসফিকা আক্তার | নওগাঁ

নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান ও পৌর প্রকৌশলী আবদুর সালামের বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধর ও শ্লীলতা হানির অভিযোগ এনে কঠোর শাস্তি ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বক্তারা জানান, মঙ্গলকোঠা আবাসিক এলাকায় পৌরসভার ময়লার গাড়ি ফেলা নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ইউএনও শাহরিয়ার রহমান ও পৌর প্রকৌশলী ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের সঙ্গে আবারও উত্তেজনা দেখা দেয়। এসময় ইউএনও খারাপ আচরণ করেন এবং স্থানীয় দুই নারীকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী সামিরন বলেন, “আমরা সমস্যা জানালে ইউএনও আমাদের কথা শোনেননি। বরং তিনি আমাকে লাঠি দিয়ে আঘাত করেন এবং গর্ভবতী মিতুর পেটে লাথি মারেন।” এলাকাবাসী ইউএনওর অপসারণ ও শাস্তি দাবি করে উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচিও পালন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ইউএনও শাহরিয়ার রহমান বলেন, “এলাকাবাসী পৌরসভার লোকজনের সঙ্গে খারাপ আচরণ করলে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু তারাও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং মব তৈরির চেষ্টা করেন। আমি কিংবা পৌরসভার স্টাফ কারও দ্বারা তাদের মারধরের ঘটনা ঘটেনি। এসব মিথ্যা অভিযোগ।”