রিয়াজ রহমান | শান্তিগঞ্জ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি ইমাম নগর, নগর, দেবগ্রাম, জয়কলস অষ্টগ্রাম, পঞ্চগ্রাম, সদরপুর অষ্টগ্রাম, ব্রাহ্মণগাঁও, সনাতন সংঘ পশ্চিম পাগলা, নবদ্বীপ সূত্রধর পূর্ব পাগলা, সৈয়দপুরসহ শান্তিগঞ্জ উপজেলার একাধিক পূজা মন্ডব পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজারী ও ভক্তদের খোঁজখবর নেন এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আওয়ামী দুঃশাসনের কারণে মানুষ ধর্মকর্মে স্বাধীনতা পায়নি। বিএনপি বরাবরই সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকেছে, ভবিষ্যতেও পাশে থাকবে।”
কয়ছর এম আহমেদ আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে তিনি জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তর করবেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন আহমেদ, নুর আলী, আব্দুল মুকিত, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।