নড়াইলে দুর্নীতি, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-যুব জনতার আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকালে শহরের পুরাতন টার্মিনাল মসজিদ থেকে জেলা মডেল মসজিদ পর্যন্ত এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্র ও যুবজনতা 'দুর্নীতিবাজদের গদিতে-আগুন জ্বালো একসাথে", ইভটিজিংকারীর কালো হাত-ভেঙে দাও গুড়িয়ে দাও, মাদক ব্যবসায়ীর আস্তানা-নড়াইলে হবেনা ইত্যাদি স্লোগান দেন।
শোভাযাত্রা শেষে মডেল মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মো. শাফায়াত উল্লাহ'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক সংগঠক ও তরুণ কবি মিনহাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল সারাদেশ দুর্নীতি, মাদক ও ইভটিজিংমুক্ত হবে। তবে সে আশা ভঙ্গ হয়েছে। এখন এসব অপকর্মের হাতবদল হয়েছে মাত্র। তবে আমরা হুঁশিয়ার করে বলে দিচ্ছি, আমরা ছাত্র-যুবজনতা কিন্তু ঘুমিয়ে যাইনি। আমরা রাজপথে সজাগ রয়েছি।
সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আলামিন মণ্ডল, সংগঠক শাহারুল আলম ও মো. তাফহিম, ছাত্রনেতা আদনান ফাহিম, সাদ বিন আবিদ, শাকিল, রাকিব জমাদ্দার, জিহাদ গাজী, তন্ময় প্রমুখ।