ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস - দৈনিক মুক্তি

পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস

  • রতন মিয়া
  • আপডেট সময় ১২:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৭৯ Time View
মো. রতন মিয়া, রংপুর জেলা প্রতিনিধি ;
রংপুরের পীরগঞ্জে আজ রবিবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটরিয়ামে “শিক্ষকতা পেশা; মিলিত প্রচেষ্টার দীপ্তি” শ্লোগানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, যিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পীরগঞ্জ বাসিস শাখার সাধারণ সম্পাদক ও কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজাদ বাবলু।
উপজেলা প্রশাসনের সহায়তায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম।
আলোচনা সভায় শিক্ষকরা তাঁদের পেশাগত সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। বক্তব্যে শিক্ষকেরা বিশেষ করে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, কল্যাণ ফান্ডের অর্থ উত্তোলনে ভোগান্তি এবং দীর্ঘদিনের বকেয়া সুবিধা না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে অনেক বক্তা শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা না করায়, অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য কিছুটা ছায়াচ্ছন্ন হয়ে পড়েছে— এমন মন্তব্য করেন উপস্থিত শিক্ষাবিদরা।
প্রধান অতিথি খাদিজা বেগম তাঁর বক্তব্যে বলেন- শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অবদান কখনও ভোলা যায় না। শিক্ষা জীবনের প্রথম পাঠে তাঁরা মূল ভিত্তি গড়ে দেন। শিক্ষার মান উন্নয়নে প্রত্যেক শিক্ষককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার সাইফুর রহমান, শিক্ষক নেতা রফিকুল ইসলাম, এবং আবু আজাদ বাবলু প্রমুখ।অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ট্যাক

পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস

আপডেট সময় ১২:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
মো. রতন মিয়া, রংপুর জেলা প্রতিনিধি ;
রংপুরের পীরগঞ্জে আজ রবিবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটরিয়ামে “শিক্ষকতা পেশা; মিলিত প্রচেষ্টার দীপ্তি” শ্লোগানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, যিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পীরগঞ্জ বাসিস শাখার সাধারণ সম্পাদক ও কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজাদ বাবলু।
উপজেলা প্রশাসনের সহায়তায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম।
আলোচনা সভায় শিক্ষকরা তাঁদের পেশাগত সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। বক্তব্যে শিক্ষকেরা বিশেষ করে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, কল্যাণ ফান্ডের অর্থ উত্তোলনে ভোগান্তি এবং দীর্ঘদিনের বকেয়া সুবিধা না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে অনেক বক্তা শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা না করায়, অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য কিছুটা ছায়াচ্ছন্ন হয়ে পড়েছে— এমন মন্তব্য করেন উপস্থিত শিক্ষাবিদরা।
প্রধান অতিথি খাদিজা বেগম তাঁর বক্তব্যে বলেন- শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অবদান কখনও ভোলা যায় না। শিক্ষা জীবনের প্রথম পাঠে তাঁরা মূল ভিত্তি গড়ে দেন। শিক্ষার মান উন্নয়নে প্রত্যেক শিক্ষককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার সাইফুর রহমান, শিক্ষক নেতা রফিকুল ইসলাম, এবং আবু আজাদ বাবলু প্রমুখ।অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।