
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার চর-শালনগর গ্রাম থেকে জান্নাতি খানম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে লোহাগড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠায়।
নিহতের পরিবার দাবি করেছে, জান্নাতিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী সাজ্জাদ মোল্যা (৩২) ও তার পরিবারের সদস্যরা পলাতক।
স্বজনরা জানান, চার মাস আগে জান্নাতির বিয়ে হয় সাজ্জাদ মোল্যার সঙ্গে, যিনি তার প্রথম বিয়ের বিষয়টি গোপন করেছিলেন। দুর্গাপূজার সময় বাবার বাড়িতে বেড়াতে এসে সোমবার দুপুরে স্বামীর পরিবার তাকে নিয়ে যায়। কিছুক্ষণ পর স্বামীর ছোট ভাই জানায়, জান্নাতি অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু বিকেলে জান্নাতির বাবা গিয়ে দেখেন, মেয়ে মৃত অবস্থায় একটি ভ্যানে পড়ে আছে।
লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।