ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ঝিনাইদহে টাইফয়েড টিকা নিয়ে সাংবাদিক কর্মশালা - দৈনিক মুক্তি

ঝিনাইদহে টাইফয়েড টিকা নিয়ে সাংবাদিক কর্মশালা

জাহিদুল হক বাবু | ঝিনাইদহ

ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের আরাপপুর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় জেলার প্রায় ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ রিজাউল করিম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন।

কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবাণুবাহিত রোগ যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে সংক্রমণ ঘটায়। এ রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে।

ঝিনাইদহ জেলায় প্রায় চার লাখ ৮৯ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মাত্র এক লাখ ৫৩ হাজার শিশুর। সাংবাদিকদের মাধ্যমে জনগণকে সচেতন করে তুললে এই টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

ট্যাক

ঝিনাইদহে টাইফয়েড টিকা নিয়ে সাংবাদিক কর্মশালা

আপডেট সময় ০৬:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

জাহিদুল হক বাবু | ঝিনাইদহ

ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের আরাপপুর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় জেলার প্রায় ৪০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ রিজাউল করিম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন।

কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবাণুবাহিত রোগ যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে সংক্রমণ ঘটায়। এ রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে।

ঝিনাইদহ জেলায় প্রায় চার লাখ ৮৯ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মাত্র এক লাখ ৫৩ হাজার শিশুর। সাংবাদিকদের মাধ্যমে জনগণকে সচেতন করে তুললে এই টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।