
মোঃ নাঈম মিয়া, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অভিযানে ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
বুধবার (৮ অক্টোবর) সকালে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে কুলিয়ারচর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৌলভী বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ লিটন মিয়া (৫৪) ও মোঃ মিলন মিয়া (৩৭)।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৮ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আলামতসহ কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।