ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
নওগাঁয় মামলার তদন্তে অনিয়মের অভিযোগ

নওগাঁয় মামলার তদন্তে অনিয়মের অভিযোগ

মোশফিকা আক্তার | নওগাঁ

নওগাঁর পোরশা উপজেলার একটি মামলার তদন্তে অনিয়ম, গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নিতপুর ইউনিয়নের ভুক্তভোগী জসিমুদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি জানান, স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি তার রোপিত ধান জোর করে কর্তন করলে তিনি আদালতের নির্দেশে পোরশা থানায় ধান চুরির মামলা (নং–১২৪/২৫) দায়ের করেন।

অভিযোগে বলা হয়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মিনার আলী তদন্তে গাফিলতি করছেন এবং মামলার প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করছেন। জসিমুদ্দিনের দাবি, মামলায় ৭৮ বস্তা ধান উদ্ধার করার কথা থাকলেও “বিভিন্ন খরচ” দেখিয়ে তদন্ত কর্মকর্তা মাত্র ৩৫ বস্তা ধান জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও উদ্ধারকৃত ধান বিক্রি করে টাকা আদালতে জমা দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

বিষয়টি আদালতের নজরে আসায় তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানতে চেয়েছেন কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না এবং কেন বিভাগীয় ব্যবস্থা ও বেতন বন্ধের নির্দেশ দেওয়া হবে না। মামলার পরবর্তী শুনানি ১৬ নভেম্বর ২০২৫ তারিখে নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জসিমুদ্দিন বলেন, “আমি একজন সাধারণ মানুষ। আইনগত পথে ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু তদন্ত কর্মকর্তার অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের কারণে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার নবনিযুক্ত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “আমি ৬ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আদালতের নির্ধারিত তারিখের আগেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন এবং মামলাটির সুষ্ঠু তদন্ত ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।

ট্যাক
সর্বাধিক জনপ্রিয়

নওগাঁয় মামলার তদন্তে অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০২:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

মোশফিকা আক্তার | নওগাঁ

নওগাঁর পোরশা উপজেলার একটি মামলার তদন্তে অনিয়ম, গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নিতপুর ইউনিয়নের ভুক্তভোগী জসিমুদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি জানান, স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি তার রোপিত ধান জোর করে কর্তন করলে তিনি আদালতের নির্দেশে পোরশা থানায় ধান চুরির মামলা (নং–১২৪/২৫) দায়ের করেন।

অভিযোগে বলা হয়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মিনার আলী তদন্তে গাফিলতি করছেন এবং মামলার প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করছেন। জসিমুদ্দিনের দাবি, মামলায় ৭৮ বস্তা ধান উদ্ধার করার কথা থাকলেও “বিভিন্ন খরচ” দেখিয়ে তদন্ত কর্মকর্তা মাত্র ৩৫ বস্তা ধান জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও উদ্ধারকৃত ধান বিক্রি করে টাকা আদালতে জমা দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

বিষয়টি আদালতের নজরে আসায় তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানতে চেয়েছেন কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না এবং কেন বিভাগীয় ব্যবস্থা ও বেতন বন্ধের নির্দেশ দেওয়া হবে না। মামলার পরবর্তী শুনানি ১৬ নভেম্বর ২০২৫ তারিখে নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জসিমুদ্দিন বলেন, “আমি একজন সাধারণ মানুষ। আইনগত পথে ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু তদন্ত কর্মকর্তার অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের কারণে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার নবনিযুক্ত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “আমি ৬ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আদালতের নির্ধারিত তারিখের আগেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন এবং মামলাটির সুষ্ঠু তদন্ত ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।