
এম ৱেজা টুনু | সুনামগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনসাধারণের মাঝে প্রচারের অংশ হিসেবে সুনামগঞ্জে ব্যাপক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে সম্ভাব্য ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল গণমিছিল বের হয়।
মিছিলটি ট্রাফিক পয়েন্ট, মধ্যবাজার, পশ্চিমবাজার, সাহেববাড়িঘাট, উত্তর আরপিননগর ও তেঘরিয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করে। পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার রক্ষা এবং সংবিধান সংস্কারের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে।” তিনি আরও বলেন, “সুনামগঞ্জ-৪ আসনের জনগণ এবার এমন একজন প্রার্থীকে বেছে নেবেন যিনি তৃণমূলের সঙ্গে আত্মার সম্পর্ক রাখেন, কেবল রাজনীতির সুযোগসন্ধানী মুখোশ পরে থাকেন না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, আতেম মিছবাহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুল আলী, রেজাউল হক, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, জেলা মহিলা দলের সভাপতি লৎফা আনোয়ার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মুমিত ইসলামসহ দুই উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।