তানোরে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময়


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১০-১৩, ৫:২৮ PM / ৭৮
তানোরে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময়
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী)  :
“জমি চাষের ডক্টর, সোনালী ট্রাক্টর”স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে এসিআই মটরস কোম্পানির আয়োজনে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী তানোর পৌর শহরের উপজেলা মিনি স্টেডিয়ামে এসিআই মটরসের ট্রাক্টরের মালিক ও ড্রাইভারদেরকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিআই মটরসের রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুল আলীম শেখ, রাজশাহী এরিয়া ম্যানেজার তানভীর আহমদ, আরটিএম সিরাজুল ইসলাম, টিএমএস মারুফ বিল্লাহ, গোদাগাড়ী টেরিটোরির সিনিয়র টিএম জালাল ও রিকোভারি অফিসার শুভসহ অনেকে।
অনুষ্ঠানে কাস্টোমার, ড্রাইভার ও স্থানীয় এলাকাবাসী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ মেলায় ট্রাক্টরের ফ্রি সার্ভিস, রেজিস্ট্রেশন বুথ, বিক্রয় অনুসন্ধান বুথ, মেলায় আসা ট্রাক্টরের মালিক ও ড্রাইভারদের ফ্রি স্বাস্থ্য চেকআপ ছাড়াও কাস্টমারদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ফান এবং এক্সপেরিয়েন্স জোনসহ বিভিন্ন আয়োজন ছিল।
এই মেলায় ১৫ টি সোনালীকা ট্রাক্টর বিক্রি করা হয়। এছাড়াও, পুরাতন ট্রাক্টরগুলো বিনামূল্যে মেরামত করা হয়। পাশাপাশি এসিআই মটরসের যন্ত্রাংশ, কৃষি কাজে ব্যবহৃত সোনালী ট্রাক্টর এবং ড্রাম ট্রাক (সিনো) প্রদর্শন করা হয়।
শেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী ও এসিআই মটরসের সেরা গ্রাহক ও সেরা কিস্তিদাতাদের অনুষ্ঠানে পুরুস্কার দেওয়া হয়।#