

নড়াইল জেলা প্রতিনিধি।
মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের আয়োজনে কালিয়া উপজেলার পিরোলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক
মো: জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল কুমার বসাক, সিনিয়র সহকারী পরিচালক এইচ. এম. বদরুজ্জামান ও মো. জিল্লুর রহমান এবং কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হানসহ আরো অনেকে৷
সভায় বক্তারা বলেন, চলতি মাসের ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এই সময়ে মা ইলিশ সংরক্ষণে সরকার সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বক্তারা। অভিযান চলাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জেলেদের জন্য সরকার প্রণোদনার ব্যবস্থাও করেছে।
আপনার মতামত লিখুন :