

নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার রামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।
https://www.facebook.com/dailymukti
শনিবার (১১ অক্টোবর) দুপুরে সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের লাভলু খান ও তার ছেলে রাব্বি খানকে দেশীয় অস্ত্রসহ আটক করে।
আহত বাবলু খান ও তার ছেলে বাপ্পি খানকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েক দফা স্থানীয় সালিশ হলেও সমাধান হয়নি। এরই জেরে শনিবার দুপুরে সংঘর্ষ বাধে।
নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অস্ত্রসহ দুইজনকে আটক করেছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।”
আপনার মতামত লিখুন :