
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালিগঞ্জে নদী রক্ষা ও সবুজ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চর বনায়নের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপুর মৌজার গলঘেশিয়া নদীর জেগে ওঠা চর পরিদর্শনকালে তিনি এ উদ্যোগের ঘোষণা দেন।
এসময় ইউএনও অনুজা মণ্ডল নদী দখল ও বালু ব্যবসা সংক্রান্ত অভিযোগ শুনে চলতি অক্টোবর মাসের মধ্যেই দখলকৃত চর থেকে অবৈধ বালু ব্যবসায়ীদের সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয় জনগণ ও প্রশাসনের যৌথ তদারকি কমিটি গঠন করে নভেম্বর থেকে পরিবেশবান্ধব বৃক্ষরোপণের মাধ্যমে চর উদ্ধার করে বনায়ন কার্যক্রম শুরু করার ঘোষণা দেন তিনি।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এতে নদীর নাব্যতা ফিরবে, দখলমুক্ত হবে নদী এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সবুজ পরিবেশ গড়ে উঠবে।”
পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে গলঘেশিয়া নদীর চর অংশ ইয়াছিন গাজি, হাবিবুর রহমান, আব্দুল মান্নান ঢালী, জাকারিয়া ও মনিরুল ইসলাম গাজীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নাব্যতা হ্রাস পায়।
পরিদর্শন শেষে ইউএনও অনুজা মণ্ডল বলেন, “নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে নদী রক্ষায় চর এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ করা হবে।”
এই উদ্যোগে কালিগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে এবং স্থানীয়দের মধ্যে পরিবেশবান্ধব আন্দোলনের অনুপ্রেরণা জাগিয়েছে।