
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজার থেকে ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ইসলামী ব্যাংক কৃষ্ণনগর এজেন্ট শাখার সামনে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক অংশ নেন।
ব্যবসায়ীরা বলেন, কৃষ্ণনগর বাজারের প্রায় ৭০০ ব্যবসায়ী ও অসংখ্য গ্রাহক প্রতিদিন এই বুথের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করেন। বুথটি সরিয়ে নেওয়া হলে এলাকার ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নূর হোসেন মেম্বার। তিনি বলেন, “বাজারে বুথটি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত করছে। এটিকে বন্ধ করা একেবারেই অযৌক্তিক।”
ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, “উপজেলার অন্যতম বৃহৎ বাজার কৃষ্ণনগর থেকে বুথ প্রত্যাহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ইতিবাচক ভূমিকা আশা করি।”
আরেক ব্যবসায়ী শানেওয়াজ সৈকত জানান, “বুথে লেনদেন কম নয়, বরং নিয়মিত অর্থ সরবরাহ না থাকায় অনেক সময় গ্রাহকরা টাকা তুলতে পারেন না। ব্যাংক কর্তৃপক্ষ নিয়মিত ক্যাশ সরবরাহ নিশ্চিত করলে ব্যবহার আরও বাড়বে।”
স্থানীয় ব্যবসায়ীরা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন— স্থানীয় প্রয়োজন বিবেচনায় বুথটি চালু রেখে গ্রাহকসেবা অব্যাহত রাখা হোক।

প্রতিবেদকের নাম 










