
মাহাবুব আলম | রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, সাব রেজিস্ট্রার কর্মকর্তা নাহিদুল ইসলাম, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় সাংবাদিকরা।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি মাদক, জুয়া, চুরি, যানজট ও ক্যাসিনো ব্যবসা রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি।
সভায় জামায়াতে ইসলামী, বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
ইউএনও খাদিজা বেগম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা একটি যৌথ দায়িত্ব। প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষ যদি সহযোগিতা করে, তাহলে রাণীশংকৈলকে একটি মাদক ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, প্রশাসন সর্বদা জনগণের পাশে আছে, তাই সবাই একসঙ্গে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব হবে।