
মোঃ আকাশ উজ্জামান শেখ | রামপাল (বাগেরহাট)
বাগেরহাটের রামপাল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৭০ জন কৃষকের হাতে ১২ প্রকার শীতকালীন শাকসবজির বীজ ও ২০ কেজি করে সার তুলে দেন কর্মকর্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। কৃষিবিদ অলিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহিদুর রহমান, রামপাল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আতিয়ার ফকির ও সাংবাদিক মোঃ মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের প্রণোদনা কর্মসূচি প্রান্তিক কৃষকদের শীতকালীন ফসল উৎপাদনে উৎসাহিত করছে। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং আগাম শাকসবজি উৎপাদনের মাধ্যমে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে। কৃষি কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত তদারকি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে যাতে তারা আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে পারেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, রামপাল উপজেলায় চলতি মৌসুমে দুই হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকেরা স্বনির্ভরতা অর্জন করতে পারবেন এবং স্থানীয় পর্যায়ে সবজির ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় কৃষকেরা বলেন, সরকারের এই উদ্যোগে তারা আশাবাদী। বিনামূল্যে বীজ ও সার পেয়ে তারা আগাম মৌসুমে সবজি চাষ শুরু করবেন, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে।

প্রতিবেদকের নাম 











