
মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নানা বর্ণাঢ্য কর্মসূচি। বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এসব আয়োজনের মধ্যে ছিল সচেতনতামূলক র্যালি, পরিষ্কার অভিযান, গাছ রোপণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
দিনের শুরুতে উত্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা একযোগে মাঠ পরিষ্কার অভিযানে অংশ নেন।
“গ্রিন স্কুল ক্যাম্পেইন”-এর অংশ হিসেবে বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় ‘পরিবেশ ও প্রকৃতি’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিক্ষার্থীরা তাদের চিত্রের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সৃজনশীল বার্তা প্রদান করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন, প্রধান শিক্ষিকা মিজ আঞ্জুয়ারা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। বিদ্যালয় পর্যায়ের এমন উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মনোভাব গঠনে ভূমিকা রাখবে।”
দিনব্যাপী এই কর্মসূচি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, যেখানে তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তারুণ্যের উৎসব–২০২৫’ পরিণত হয় এক পরিবেশবান্ধব উদযাপনে।

প্রতিবেদকের নাম 










